জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে ইসরাইলের আগ্রাসী অভিযান
- By Jamini Roy --
- 14 December, 2024
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। হামলায় ইসরাইলের লক্ষ্য ছিল সিরিয়ার সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের সদর দফতর এবং নিকটবর্তী একটি রাডার ব্যাটালিয়ন। এই হামলা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সিরিয়ায় হামলা বন্ধ করার আহ্বানকে উপেক্ষা করে চালানো হয়।
ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, সিরিয়ার শাসক বাশার আল–আসাদের পতন উদযাপনের জন্য গতকাল হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল, যার পরিণতিতে দামেস্কের দিকে তাদের আগ্রাসন চালানো হয়। এই হামলার মাধ্যমে আসাদ সরকারের পতনের পর অস্ত্র ও সামরিক স্থাপনাগুলো যাতে বিদ্রোহীদের হাতে চলে না যায়, সেজন্য তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।
ইসরাইলের এই আগ্রাসী পদক্ষেপের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও ইরাক। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়ায় হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। তবে ইসরাইলের পক্ষ থেকে কোনো সদুত্তর না আসায়, তাদের হামলা অব্যাহত থাকে।